শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ‘শিশুদের নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব শান্তিতে নোবেল জিতে ট্রাম্পকে ফোন মাচাদোর, দেখালেন ‘ভক্তি’ ফেব্রুয়ারিতে নির্বাচন, সব সংশয় কেটে গেছে: প্রেস সচিব চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের অবশেষে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে রাজধানীতে ৮৯টি পূজামণ্ডপ বেশি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ : ডিএমপি

স্বাস্থ্য রক্ষায় পেঁপের উপকারিতা, সহজেই বানাতে পারেন ৩ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৬৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

কাঁচা হোক বা পাকা, পেঁপে স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে তুলনাহীন। এতে থাকা প্যাপেইন নামক এনজাইম শরীরের বিপাক হার বাড়াতে সাহায্য করে এবং হজম সংক্রান্ত সমস্যায় এক প্রকার ওষুধের মতো কাজ করে। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা পাচনতন্ত্রকে সুস্থ রাখে। এছাড়া ভিটামিন এ, সি ও ই-তে সমৃদ্ধ পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে।

ত্বককে টানটান ও সুন্দর রাখতে সাহায্যকারী কোলাজেন প্রোটিনের উৎপাদনও বাড়ায় এই ফল। তবে চিন্তার কিছু নেই, দৈনন্দিন খাবারে পেঁপে রাখার অনেক সহজ ও সুস্বাদু উপায় রয়েছে। চলুন, জেনে নিই।

পেঁপের পরোটা
ময়দার বদলে গম বা আটা দিয়ে পরোটা বানালে তা অনেক স্বাস্থ্যকর হয়।

আটা হালকা গরম পানি দিয়ে ভালোভাবে মেখে নিন। তারপর হাত দিয়ে ছোট ছোট গোল বানিয়ে এর মধ্যে ভরুন কাঁচা পেঁপের গ্রেট করা পুর। এতে লেবুর রস, মরিচ গুঁড়া, প্রয়োজন মতো লবণ ও মসলা মিশিয়ে দিন। পুর ভরে গোল করে বেলে নিন।

পরে ঘি বা তেল দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিন—তাহলে তৈরি হবে সুস্বাদু পেঁপের পরোটা।

পেঁপের স্যুপ
কাঁচা পেঁপে টুকরো করে ভাপে সিদ্ধ করে নিন। একটি পাত্রে ধনিয়া, আদা ও মরিচ ছোট টুকরো দিয়ে নেড়েচেড়ে নিন। মিক্সারে পেঁপে, মশলা ও সামান্য পানি দিয়ে ব্লেন্ড করুন। কড়াইয়ে সামান্য তেল গরম করে মিশ্রণটি ঢেলে দিন এবং ফোটান।

এরপর স্বাদমতো লবণ, গোলমরিচ ও জিরাগুঁড়া যোগ করুন। সবশেষে ঘরোয়া নারকেল দুধ মিশিয়ে নিন, তাতে স্যুপ হয়ে যাবে আরও মসৃণ ও সুস্বাদু।

পেঁপে উপমা
গ্রেট করা পেঁপে দিয়ে তৈরি এই উপমা সহজ এবং স্বাস্থ্যকর। গরম ঘি-তে প্রথমে সরিষা, শুকনা মরিচ ও কারিপাতা ফোড়ন দিন। এক মুঠো বাদাম দিয়ে ভাজুন। বাদাম ভাজা হলে গ্রেট করা পেঁপে দিয়ে নেড়ে নিন। এরপর স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ দিয়ে মিশিয়ে দিন সুজি। অল্প পানি ছিটিয়ে ঢেকে রান্না করুন যতক্ষণ না উপমা ভালোভাবে সেদ্ধ হয়।

এভাবেই পেঁপে নানা রকমের রান্নায় ব্যবহার করলে খেতে সুস্বাদু ও শরীরও থাকবে সুস্থ। এখন থেকে পেঁপেকে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করে উপকার পাওয়ার চেষ্টা করুন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর