সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের নির্দেশ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৯২ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচটি কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (১৮ জুন) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে সব জেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এ বছর বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন পবিত্র ঈদুল-আজহার ছুটিতে থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ২৫ জুন দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এর অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

দিবসটিকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে পাঁচটি কর্মসূচি উল্লেখ করে পালনের জন্য নির্দেশ দেওয়া হয়।

কর্মসূচিগুলো হলো- নিজ নিজ শ্রেণিকক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা, সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা করা, পরিবেশ সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশবান্ধব সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনা এবং বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বকে অর্থবহ করতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী বা উপকরণ ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণের জন্য সেমিনারের আয়োজন করা এবং পরিবেশ সু-রক্ষার মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের করণীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর