গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নরসিংদী সদর উপজেলায় মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুর গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের ড্রিমহলিপে পার্ক সংলগ্ন কবিরাজপুর এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষে ড্রেনেজ নির্মান ও রাস্তা সংস্কারের জন্য এই মানববন্দন অনুষ্ঠিত হয়। মানবন্দনে উপস্থিত ছিলেন কবিরাজপুরের শত শত নারী ,পুরুষ ও শিশু। উপস্থিত সকলের সামনে বক্তারা কবিরাজপুর গ্রামের বিভিন্ন জনদূর্ভোগের কথা তোলে ধরেন। সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে অতি দ্রুত সমাধান চান এলাকাবাসী।
মানববন্দনে বক্তারা বলেন- কবিরাজপুর একটি কৃষিপ্রধান গ্রাম। এখানের বেশিরভাগ মানুষই কৃষির সাথে জড়িত। এখানে বাংলাদেশের বিখ্যাত সাগর কলাসহ ধান ও সবজি উৎপাদন হয়ে থাকে। কিন্তু বর্তমানে যত্রতত্র কলকারখানা, বাড়িঘর নির্মানের জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো গ্রাম পানির নিচে তলিয়ে যায়। পানি নিষ্কাষনের সুষ্ঠো ব্যবস্থা না থাকায় মানুষের বসতঘরে পানি ঢুকে পড়ছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যাতায়াতের সমস্যা হচ্ছে।
জলাবদ্ধতার ফলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেনা, মুসল্লিরা মসজিদে যেতে পারছেনা। ঝলাবদ্ধতার ফলে কোনো ফসল ফলানো সম্ভব হচ্ছেনা। ইতোমধ্যে কলাবাগান গুলো নস্ট হওয়ার পথে। জলাবদ্ধতার কারনে এলাকায় বিভিন্ন রোগের পাদুর্ভাব দেখা দেখা দিয়েছে। পানিবাহিত রোগ, মশার প্রভাব ও এ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা না নিলে ব্যপক ক্ষতির সম্মুখিন হবে কবিরাজপুর এলাকাবাসী। অতএব অতিদ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মান ও রাস্তা সংস্কারের জন্য উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী জেলা প্রশাসক ও সরকারের কাছে দাবী করেন এলাকাবাসী।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কবিরাজপুর গ্রামের হারুন অর রশিদ, মোঃ শাহান উল্লাহ, মোঃ রফিকুল ইসলাম প্রধান, মোঃ হাবিবুর রহমান, মোঃ সোহেল প্রধান, আব্দুল আউয়াল, মোঃ মাইন উদ্দিন, মোঃ সানাউল্লাহ, মোঃ রুপ মিয়া, মোঃ কাউছার মিয়া, মোঃ জাকির হোসেন, মো:আজিজুল হক পিন্টু , মোঃ হাফেজ মিয়া, মো:কবির মিয়া, মো: রাশেল মিয়া, মো: মহিউদ্দিন , মো: রুবেল খান, মো: রুবেল মিয়া, মো: জাবেদ খান, মো: হান্নান মিয়া, মো:সুজন মিয়া, মো:হুমায়ুন মিয়া, মো:ছাব্বির হোসেন, মো: মুন্না খানপ্রমূখ।
–