শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

খুলনায় আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৪৯ পাঠক
প্রকাশকাল সোমবার, ১১ আগস্ট, ২০২৫

খুলনায় আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ মানিক হাওলাদার নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দুপুর ১২টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে দিয়েছে সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার এসআই নান্নু মণ্ডল।

আটক মানিক হাওলাদারের নামে খুলনার দৌলতপুর এবং আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। তিনি সোনাডাঙ্গা থানার ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বা‌সিন্দা মোদা‌চ্ছের হাওলাদা‌রের ছে‌লে।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা সদর থানার চিফ মেট্রোপলিটন আদালতের সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মুখে মাস্ক পড়ে ৪-৫টি মোটরসাইকেলে অস্ত্রসহ অবস্থান করছিল। এ সময় সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানিক হাওলাদার নামে এক ব্যক্তিকে তিনটি চাপাতি ও একটি মোটরসাইকেলসহ আটক করে। অন্যান্য সন্ত্রাসীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর