শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৫৭ পাঠক
প্রকাশকাল সোমবার, ১১ আগস্ট, ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে আমিনুর ইসলাম নামে এক যাত্রীকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ এলাকায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আহত আমিনুর ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বাসিন্দা এবং পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম ট্রেনের ছাদে বসে বাড়ি ফিরছিলেন। পথে দুজন ছিনতাইকারী তার কাছে থাকা ব্যাগ, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে একপর্যায়ে ধস্তাধস্তি হয় এবং ছিনতাইকারীরা তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

ভুক্তভোগী আমিনুর ইসলাম বলেন, আমি পাবনায় চাকরি করি। ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলাম। ছিনতাইকারীরা সবকিছু কেড়ে নিয়ে আমাকে ট্রেন থেকে ফেলে দেয়।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান জানান, রোগীকে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত জয়পুরহাটে রেফার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর