শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ ঢাবিতে ছাত্রদল ও শিবিরের পাশাপাশি মিছিল-স্লোগান

জামালপুরে চিকিৎসক দম্পতির হামলায় চিকিৎসক ও সাংবাদিক আহত

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৯০ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

জামালপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিং এ জনবল নিয়োগকে কেন্দ্র করে চিকিৎসক দম্পতির হামলায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনির অফিস কক্ষে এই ঘটনা ঘটে।

সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনির অফিস কক্ষে চিকিৎসক ডা. ইকরামুল হক তালুকদার হিটলু ও তার স্ত্রী ডা. শারমিন আক্তার হামলা চালায়। এতে ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি ও হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক জাহাঙ্গীর সেলিম আহত হন। অভিযুক্ত চিকিৎসক ডা. ইকরামুল হক তালুকদার হিটলু দন্ত চিকিৎসক ও তার স্ত্রী ডা. শারমিন আক্তার মেডিকেল অফিসার হিসেবে একই হাসপাতালে কর্মরত।

হামলার শিকার আবাসিক মেডিকেল অফিসার ও জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি জানান, সম্প্রতি হাসপাতালে আউটসোর্সিং এ তাদের মনোনীত লোককে নিয়োগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। তাতে তিনি প্রশাসনিক নিয়ম মেনে নিয়োগের কথা জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তার কক্ষে উপস্থিত থাকা সাংবাদিক জাহাঙ্গীর সেলিম নিবৃত করতে গেলে তাকেও মারধর করা হয়। এ বিষয়ে ডা. রনি থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ডা. ইকরামুল হক তালুকদার হিটলু বলেন, ডা. রনির নেতৃত্বে হাসপাতালে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ নিয়ে দুর্নীতি অনিয়ম হচ্ছে। আমি ডা. রনির কক্ষে গিয়ে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি জানালে তিনি আমাকে বেরিয়ে যেতে বলেন। আমি তার প্রতিবাদ করলে একটু হাতাহাতি হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার সাথে জড়িত চিকিৎসককে গ্রেফতার করা না হলে আগামীকাল সকাল থেকে হাসপাতালের জরুরী বিভাগ ছাড়া হাসাপাতালের স্বাভাবিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জামালপুর জেলা শাখার আহবায়ক ডা. আহম্মদ আলী আকন্দ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, এ ঘটনাটি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হামলাকারী দুই চিকিৎসকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর