শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

মাধবদীতে মার্কেটে আগুন, দেড় কোটি টাকার ক্ষতি

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৫৩ পাঠক
প্রকাশকাল বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে সোনার বাংলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ আগস্ট) সকাল পৌনে সাতটায় লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালান। এতে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় স্কুল সুপার মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেন।

ব্যবসায়ীরা দাবি করেন, মাধবদী বাজারের সব ব্যবসায়ী এখন অগ্নিঝুঁকিতে আছেন। এর কারণ হিসেবে তারা মার্কেট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণ এবং নিরাপত্তার ঘাটতির কথা তুলে ধরেন।

তাদের মতে, এসব কারণেই আগুন লেগে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শী জামাল হোসেন জানান, সোনার বাংলা মার্কেটের জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন ‘বাটা’ ও অন্যান্য বিদেশি জুতার শোরুম থেকে ধোঁয়া বের হতে দেখেন তিনি। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাধবদী বাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রায়হান বলেন, সোনার বাংলা সমবায় সমিতি লিমিটেড মার্কেটে অগ্নিকাণ্ডে জুতা, ইলেকট্রনিক্স ও মুদি দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় শতাধিক দোকান রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

সোনার বাংলা সমবায় সমিতির ম্যানেজার আসলাম উদ্দিন বলেন, আমি সকাল সাড়ে ছয়টার দিকে মার্কেটের একটি বৈদ্যুতিক তারে আগুন দেখতে পাই। এ সময় পরিচ্ছন্নতাকর্মীরা ভয়ে সরে যান। আমরা নিরুপায় হয়ে দেখছিলাম, মুহূর্তেই ‘বাটা’ দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর