রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক দলে সংকট, সমঝোতার চেষ্টায় সরকার বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ. লীগই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে : ড. আব্দুল মঈন খান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিতে ক্ষুব্ধ ভোটাররা চান দুর্নীতিমুক্ত প্রার্থী গাজার পথে মুক্তি পাওয়া ১৯৬৬ ফিলিস্তিনি তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের মূল্যায়নে বাংলাদেশের দুই বিমানবন্দর শীর্ষে ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা ‘হেফাজতে’ ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বর্ণনা দিলেন শহিদুল আলম এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

মিরপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৩৪ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মোস্তাফিজুর রহমান, সৈকত হোসেন, দিপু মৃধা, মো. সোহাগ হাসান, জলিল মোল্লা ও পলাশ আহমেদ।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপ-পরিদর্শক নাজমুল হোসেন গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করেন। তদন্তের স্বার্থে গ্রেপ্তারদের ১০ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।

আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মামলার বিবরণে জানা গেছে, মিরপুর-১০ নম্বর গোল চত্বরে মাহমুদ ফরেন এক্সচেঞ্জ নামে ভুক্তভোগী রাসেলের একটি প্রতিষ্ঠান রয়েছে। ভুক্তভোগীর শ্যালক মামলার বাদী এ প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ কাজ করেন। গত ২৭ মে সকাল সাড়ে ৯টায় বাদী ও ভুক্তভোগী রাসেল একসঙ্গে ২১ লাখ ৭০ হাজার ৫৩৫ টাকা, ৩ হাজার ৫৫০ মার্কিন ডলার ও ১১ হাজার ৫০০ রিয়াল একটি ব্যাগে নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।

বলা ৯টা ৪০ মিনিটে মিরপুর মডেল থানাধীন সেকশন-২ এলাকায় শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিসের মাঝের গলির মাথায় পৌঁছানো মাত্রই তিনটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা সাত থেকে আটজন ব্যক্তি তাদের পথরোধ করে। একজন বাদীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগ জোর করে ছিনিয়ে নেয়। একজন পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে। অন্য একজন ব্যক্তি ধারালো চাকু দিয়ে কোমরের বাম পাশে আঘাত করে। এরপর চিকিৎসা শেষে মিরপুর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর