সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:

স্বামী-সন্তান নিয়ে পাহাড় দেখতে যাচ্ছিলেন বান্দরবান, পথেই থামল যাত্রা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ফজিলাতুননেসা (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। তবে দুর্ঘটনায় রক্ষা পেয়েছেন মোটরসাইকেলে থাকা তার স্বামী ও সন্তান। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা বাদামতলের নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলাতুননেসা মাগুরার মহম্মদপুর উপজেলার মহেশপুর গ্রামের আলিমুজ্জামান সুজনের স্ত্রী।

পুলিশ জানায়, গতকাল রোববার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে চট্টগ্রামে বেড়াতে আসেন ফজিলাতুননেসা। সঙ্গে ছিল তাদের ছয় বছর বয়সী সন্তান হুমায়ের হাম্মাদ। রোববার নগরের বহদ্দারহাট এলাকায় একটি বাসায় রাতযাপন করেন তারা। সেখান থেকে সোমবার সকালে মোটরসাইকেলে বান্দরবানের উদ্দেশে রওনা দেন।

সকাল ৮টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলটি পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা বাদামতলের নয়াহাট এলাকায় পৌঁছায়। এ সময় একটি লেগুনা হঠাৎ সড়কে থেমে গেলে তাৎক্ষণিক মোটরসাইকেলের ব্রেক কষতেই সড়কে ছিটকে পড়েন ফজিলাতুননেসা। এরপরপরই পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে ফজিলাতুননেসাকে পিষ্ট করে। তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের স্বামী আলিমুজ্জামানের বন্ধু রবিউল ইসলাম। নগরের বহদ্দারহাটে স্ত্রী-সন্তান নিয়ে তার বাসাতেই ছিলেন আলিমুজ্জামান।

রবিউল ইসলাম বলেন, ফজিলাতুননেসার স্বামী নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক। পরিবার নিয়ে পাহাড় দেখতে বান্দরবান যাচ্ছিলেন তিনি। পথেই দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত বলেন, নিহত নারীর লাশ আইনি–প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লেগুনা ও বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর