শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহবান জানালেন খালিদ মামুদ

বর্তমানকণ্ঠ ডটকম / ১২ পাঠক
রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮

মোঃ রেজানুল হক রেজু, বর্তমানকণ্ঠ ডটকম: রবিবার, ০৪ ফেব্রুয়ারী ২০১৮: বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি জামায়াতের কর্মকান্ডে আগামী সংসদ নির্বাচন নিয়ে মানুষ কঠিন উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছে। তিনি বলেন আগামী নির্বাচন হবে একটি কঠিন নির্বাচন। এ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয় হতেই হবে। এজন্য প্রতিটি ভোট সেন্টারে গ্রহন যোগ্য সাহসী নেতাকর্মীদের নিয়ে সেন্টার ভিত্তিক কমিটি গঠন করতে হবে। বিএনপি জামায়াত যাতে নির্বাচন বানচাল করতে না পারে এজন্য এখন থেকেই নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে এমপি আরো বলেন বর্তমান সরকার সাংবিধানিক ধারাবাহ্যিকতা রক্ষা করার পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর দেশে সাংবিধানিক সংকট তৈরী করে ইনডেমনিটি এ্যাক্ট আইন পাশের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করেছিল জিয়াউর রহমান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাংবিধানিক ধারাবাহ্যিকতা রক্ষার পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার করার মাধ্যমে জাতিকে কলংক মুক্ত করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আইনকে অমান্য করে ৫৬ দিন আদালতে হাজির হননি এখন তিনি প্রতিদিন আদালতে হাজির হচ্ছেন। আওয়ামীলীগ আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বলেই এতিমের টাকা আত্মসাৎ করায় খালেদা জিয়ার বিচার হচ্ছে । আগামী ৮ফেব্রুয়ারী এ মামলার রায় হবে।
রবিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে সদস্য নবায়ন সংগ্রহ ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলীর সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ