1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

নেত্রকোণায় বন্যায় শতাধিক পরিবার ও আশ্রয় প্রকল্পে

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ১১ পাঠক

শ্রীঅরবিন্দ ধর | বর্তমানকন্ঠ ডটকম: নেত্রকোণা জেলা সদর উপজেলা ৩নং ঠাকুরাকোনা ইউপির ১নং ওয়ার্ড বেতাটী গ্রামের সওদাগর পাড়ার শতাধিক পরিবার কংস নদের প্লাবিত বন্যায় পানিবন্দি হয়ে দুর্ভোগের শিকার।

সরেজমিনে দেখা গেছে অবধা বাঁধের উত্তর এলাকায় বসবাসকারী পরিবারগুলো কৃতিক দুর্যোক কংসনদের প্লাবিত বন্যায় কবলিত হয়ে প্রায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পতিত হয়েছে। নৌকা, কলাগাছের বেলা, ছাড়া কোথাও যোগাযোগ করতে পারছে না। অন্যদিকে বেতাটীসহ পার্শবর্তী কয়েকটি গ্রামের কৃষকগোষ্ঠী ও বিপদের সন্মুখীন -আষাঢ় মাস থেকেই আমনধানের চাষাবাদ শুরু করার প্রস্তুতিতে সকলেই আমন ধানের বীজ বুনে বীজতলা তৈরী করেছিল বন্যায় ভারীবর্ষনে পানিতে তলিয়ে গেছে সব বীজতলা (জালাপাট)। ঘরে সংগৃহীত বীজধান সবাইত বপন করেছিল এখন নতুন করে বীজধান বপনের জন্য জেলা কৃষি কার্যালয়ের সহায়তা ছাড়া আমন ধানের চাষাবাদ অসম্ভব জেনে কৃষককোল দিশেহারা।

অপরদিকে প্রধানমন্ত্রী শেখহাসিনার দেশ উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতার অংশ হিসেবে গড়ে উঠা বেতাটী আশ্রয়ন প্রকল্পের ১১০ টি পরিবার ও বন্যায় কবলিত হয়ে পানিবন্দিতে অসহায় অবস্থায় দিনাতিপাত করছে অবদা সড়ক থেকে আশ্রয়ন প্রকল্পে যাবার মাটির রাস্তাটি ভেঙ্গে গেছে এবং ৫ ফুট পানির নীচে পড়েছে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে শিশু -কিশোরসহ আশ্রয়নবাসী লোকজন।

চারদিকে বন্যারস্রোতে ঘরের ভিটিতে ভাঙ্গনে দেখা দিয়াছে খাল নালা গর্তের দেখা দিয়াছে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ফিসারীর মালীক পুকুর এবং মাছের পনা চাষের নীচুজমি তলিয়ে মাছ পনা সব বেড়িয়ে গেছে। তাই বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জেলা প্রশাসনের ত্রানসহায়তা কমিটির সুদৃষ্টি কামনা করছে।




শেয়ার করে সাথে থাকুন-

এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD