মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮- আইএসপিআর ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী হাদির অবস্থা আশঙ্কাজনক, চলছে অস্ত্রোপচার হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪০ ফুট মাটির গর্তে পড়ে গেল শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান

বাঞ্ছারামপুর উপজেলায় ‌দিনব্যাপী ‘পার্টনার কং‌গ্রেস’ অনু‌ষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৪৫ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

২০২৪-২৫ অর্থ বছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ কর্মসূচির আওতায় বাঞ্ছারামপুর উপজেলায় দিনব্যাপী ‌দিনব্যাপী পার্টনার কং‌গ্রেস অনু‌ষ্ঠিত হয়!

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১০ টায় বিশ্বব্যাংক ও ইফাদ এর সহযোগিতায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের হলরুমে এই কংগ্রেস সমাবেশের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক(শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ মো: ময়নুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার,পার্টনার প্রোগ্রাম কুমিল্লা অঞ্চল জনাব সারোয়ার জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সাঈদা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফেরদৌস আরা।

এছাড়াও অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক- কৃষানী, এবং সাংবাদিক সহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুষময় ভৌমিক সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কৃষিবিদ নাসির উদ্দিন।

এসময় বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বিষয়ে কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ প্রদান করেন।

এছাড়া নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর