লক্ষ্মীপুরে জামায়াত নেতা কাউছার হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শত্রুতার জের ধরে জামায়াত নেতা কাউছার আহম্মদ মিলনকে (৬০) পিটিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. জহির (৪২)।
বুধবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর লালবাগ থানার বিজিবি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১-এর একটি দল। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু।
গ্রেপ্তার জহির লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর এলাকার বাসিন্দা। তিনি মনসুর আহমেদের ছেলে এবং বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। মামলার এজাহারে তাকে ৫ নম্বর আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে কাউছার আহম্মদ মিলনের পরিবারের সঙ্গে আসামিদের বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৫ জুন দুপুরে রাজিবপুর এলাকায় বাদীর বাড়ির সামনে দেশীয় অস্ত্রসহ একদল ব্যক্তি কাউছারের ভাই আফতাব হোসেন আরজুর ওপর হামলা চালায়।
এ সময় কাউছার ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তার মাথায় লোহার রড দিয়ে কয়েকবার আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে এলোপাতাড়ি পেটানো হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু সন্ধ্যায় কাউছারের শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তিন দিন পর, ৮ জুন নিহতের স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত জহিরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১০ জুন মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি বাবুল (৫০) কে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, নিহত কাউছার আহম্মদ মিলন বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।