শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪ প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

শেরপুর পৌরসভায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৭০ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৪ জুলাই, ২০২৫

শেরপুর পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভায় রূপান্তরের লক্ষ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে পৌর প্রশাসন।

সোমবার (১৪ জুলাই) দুপুর ১টায় উপজেলার পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান।

বাজেট বক্তৃতায় প্রশাসক আশিক খান বলেন, “সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে শেরপুর পৌরসভাকে যুক্ত করার চেষ্টা চলছে। এডিপি’র সাধারণ ও বিশেষ বরাদ্দে ১ কোটি ৫৯ লাখ টাকা এবং কোভিড-১৯ প্রকল্পের আওতায় ২ কোটি ৩২ লাখ টাকায় ৬টি প্রকল্প বাস্তবায়ন চলছে। এ প্রকল্পে আরও ৩ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও জানান, চলতি অর্থবছরে প্রায় ১৯ কোটি ৩১ লাখ টাকার একটি প্রকল্পে ২.৬ কিলোমিটার সড়ক, ১১টি ড্রেন ও ১৩টি লিংক রোড নির্মাণের দরপত্র আহ্বান চলছে।

বাজেটে রাজস্ব আয়ের উৎস হিসেবে নিজস্ব খাত, হাটবাজার ইজারা ও সরকারি অনুদান মিলিয়ে ৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা ধরা হয়েছে।

উন্নয়ন সহায়তা মঞ্জুরি ২ কোটি ২০ লাখ, রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্প (আরইউটিডিপি) থেকে ৩৫ কোটি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ২ কোটি এবং কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্প থেকে ৩ কোটি টাকা আয় ধরা হয়েছে।

বাজেটে নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং ডিজিটাল ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পৌর নাগরিকদের উন্নত সেবা নিশ্চিতে ৯টি ওয়ার্ডে দায়িত্ব ভাগ করে ২ জন করে সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। নাগরিকত্ব, ওয়ারিশান ও চারিত্রিক সনদসহ অন্যান্য প্রত্যয়নপত্র অনলাইনে www.pratyon.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

এছাড়া ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন এবং পৌরকর আদায়ের কার্যক্রমও ধাপে ধাপে ডিজিটালাইজ করা হচ্ছে।

পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে ১৭ কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে লাইন স্থাপন, পাম্প ও জলাধার নির্মাণ শেষ পর্যায়ে।

এমজিএসপি প্রকল্পের আওতায় ৫ তলা আধুনিক কিচেন মার্কেট শিগগির উদ্বোধন হবে। বারদুয়ারি হাটে কাঁচা বাজার নির্মাণ ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের (হরিজন) জন্য ১০ কোটি টাকায় ৬ তলা আবাসিক ভবনের কাজও চলছে।

প্রতিটি ওয়ার্ডে স্থায়ী ডাস্টবিন নির্মাণ ও নিজস্ব স্যানিটারি ল্যান্ডফিল স্থাপনের জন্য জমি ক্রয়ের প্রক্রিয়া চলছে।

বাজেট অধিবেশনে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেট বক্তৃতার শেষ অংশে প্রশাসক আশিক খান বলেন, “শেরপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, ডিজিটাল ও বাসযোগ্য শহরে রূপ দিতে আমরা সবাইকে সঙ্গে চাই।”


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর