শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান

দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৭৮ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও চার শিক্ষার্থী মারা গেছেন। এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও সায়ান ইউসুফ (১৪) নামের ওই শিক্ষার্থীরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে।

রাত সোয়া ৩টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এরিকসনের শরীর ১০০ শতাংশ, আরিয়ানের ৮৫ শতাংশ, নাজিয়ার ৯০ শতাংশ ও সায়ানের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে ওই হাসপাতালে ৪২ জন বিভিন্ন ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আইএসপিআর সোমবার রাত দেড়টার দিকে জানায়, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০ এবং আহত ১৭১ জন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়ায় আটজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাত ৮টার দিকে আইএসপিআর জানিয়েছিল, নিহত ২০ জন এবং আহত ১৭১ জন। বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা এভাবে ছিল—

কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত ০

জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২

ঢাকা মেডিকেল: আহত ৩, নিহত ১

সিএমএইচ: আহত ১৭, নিহত ১২

কুর্মিটোলা জেনারেল: আহত ১, নিহত ২

লুবনা জেনারেল ও কার্ডিয়াক সেন্টার: আহত ১১, নিহত ২

উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত ০

বিমানটি সোমবার দুপুর ১টার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। হতাহতদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী কাজ করেছে।

এ ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন এবং মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর