শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান

মাধবদীতে মাদক কারবারের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৬৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মাদকের ভয়াবহ সর্বনাশা প্রভাব হতে এলাকাকে মুক্তকরণ এবং মাদকের বিরুদ্ধে এলাকার মানুষ কে সচেতন করতে গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়ন করছে এলাকার সচেতন তরুণ প্রজন্ম।

গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়নে নরসিংদীর মাধবদী পৌরশহরের ৪নং ওয়ার্ডের তোতা মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (জাহাঙ্গীর ডাকাত) সরাসরি মাদক কারবারের সাথে জড়িত এবং হাতেনাতে জনগণের কাছে ধৃত হয়। মুচলেকা দিয়ে মুক্তি পেলেও নতুনভাবে সে মাদকের কারবার শুরু করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সে এখন অভিনব কৌশলে এই কারবার পরিচালনা করে আসছে। রাস্তার মোড়ে মোড়ে এবং সড়কের গুরুত্বপূর্ণ অংশে সে সিসিটিভি ক্যামেরা বসিয়ে কারবার পরিচালনা করে আসছে। যাতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পলায়ন করতে পারে এবং খদ্দের আসলেও তাকে সনাক্ত করতে পারে।

তার এই ন্যাক্কারজনক কাজের বিরুধীতা করলে এখন সে সাধারণ জনগণকে মামলার হুমকি দেখায় অথচ তার বিরুদ্ধে প্রায় ১৪ টির মত মামলা রয়েছে।

সচেতন নাগরিকরা ভাবছেন এখন তাকে প্রতিরোধ করতে না পারলে সে আরো বেপরোয়া হয়ে উঠবে। কোন কারণে প্রশাসনের নিরবতাও প্রশ্নবিদ্ধ!


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর