সিলেটে সুরমা নদী থেকে পাথরবোঝাই ৯ নৌকা জব্দ

সিলেটের সুরমা নদী থেকে ৯টি পাথরবোঝাই স্টিল বডির নৌকা জব্দ করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় পাসপোর্ট অফিসের কাছে এলে স্থানীয়রা নৌকাগুলো তীরে নোঙর করে থানায় খবর দেন। পরে মোগলাবাজার থানা-পুলিশ গিয়ে পাথরসহ নৌকাগুলো জব্দ করে।
তবে নৌকায় পরিবহন করা পাথরের মালিক দাবি করছেন, তিনি লোভাছড়া পাথর কোয়ারি থেকে নিলামে পাথর কিনে নিয়ে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কানাইঘাটের লোভাছড়া থেকে সরকারি অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ পাথর ৯টি স্টিলবডি নৌকায় করে সুরমা নদী দিয়ে গোটাটিকর এলাকায় প্রবেশ করে। নৌকাগুলো দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় পাসপোর্ট অফিসের কাছে আসার পর স্থানীয়রা এগুলো আটকে তীরে নোঙর করে থানা-পুলিশকে খবর দেন। পরে মোগলাবাজার থানা-পুলিশ গিয়ে পাথরসহ নৌকাগুলো জব্দ করে।
নৌকা আটককারীদের অভিযোগ, নৌকাগুলো দিয়ে লোভাছড়া কোয়ারি থেকে লুট করা পাথর পাচার করা হচ্ছিল।
প্রশাসন বলছে, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পাথরের বৈধতা যাচাই করে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমদ জানান, গোটাটিকরের স্থানীয় লোকজন পাথরবোঝাই কয়েকটি নৌকা জব্দ করে পুলিশে হস্তান্তর করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং যারা নৌকা জব্দ করেছেন তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।