সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসকরা জনান ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপলো টেকনাফ গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বাতিল, ডাকসুর জিএস পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে: ভারত নতুন ইউএনও ১৬৬ উপজেলায় বৃহস্পতিবার শুরু ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা, বর্জনের ঘোষণা একাংশের ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ ডিসেম্বর সিনহা হত্যার মাস্টারমাইন্ড ওসি প্রদীপ: পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুদকে শুধু দীর্ঘসূত্রিতা নয়, দুর্নীতিও আছে: ড. মোহাম্মদ আবদুল মোমেন

জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৪৫ পাঠক
প্রকাশকাল শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

জাতীয় পার্টির (জাপা) সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ছাড়া পুলিশের সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাপার সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও পুলিশ তাদের সমাবেশ করতে দেয়নি। সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ করে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলে নেতাকর্মীদের অভিযোগ।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে। সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছি।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর