শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

আমাদের দিয়ে রান্না করাতো জলদস্যুরা, খেয়ে ফেলতো সবই

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বুধবার, ১৫ মে, ২০২৪

জলদস্যুরা জাহাজে দুম্বা নিয়ে এসেছিল, তারা আমাদের দিয়ে দুম্বা জবাই করিয়েছে। আমরা রান্না করতাম, কিন্তু তারা সবটুকু খেয়ে ফেলত। আবার আমাদের মজুত থাকা খাবারেও ভাগ বসাত। মঙ্গলবার বিকেলে এভাবেই নিজের অভিজ্ঞতার কথা জানান জাহাজের নাবিক অয়েলার আইনুল হক অভি।

সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া ‘এমভি আবদুল্লাহ’ জাহাজের নাবিকরা দেশে ফেরার পর জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা। ভয় আর দুশ্চিন্তায় প্রতিটি সময় কাটানো, ঈদ উদযাপন, জলদস্যুদের কাজ করে দেয়া, ঠিকমতো ঘুমাতে না পারাসহ বিভিন্ন সংকট আর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা।

জাহাজের নাবিক অয়েলার আইনুল হক অভি গণমাধ্যমকে বলেন- সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার পর এক ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা ফ্লোরে ঘুমাতাম। মশা-মাছি থাকার কারণে রাতে ঠিকমতো ঘুম হতো না। জাহাজে সাধারণত কয়েক মাসের খাবার মজুত থাকে। জলদস্যুরা আমাদের ওই খাবারও খেয়েছে।

চিফ কুক শফিকুল ইসলাম বলেন, আমাদের জাহাজ জলদস্যুদের কবলে পড়ার খবর জানার পর আমার পরিবারের সদস্যরা খুবই কষ্ট পেয়েছে। তবে জলদস্যুরা আমাদের সঙ্গে খারাপ আচরণ করেননি। ঈদের দিন নামাজ পড়েছিলাম। তখন পরিবারের কথা খুব মনে পড়েছিল। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না। বলতে গেলে কান্না চলে আসবে।

ওএস পদের নাজমুল হক বলেন, জলদস্যুরা আমাদের কোনো ধরনের ক্ষতি করেনি, খারাপ আচরণ করেনি। তবে সব সময় অস্ত্রের মুখে জিম্মি ছিলাম। জলদস্যুদের কাছে আমরা ৩৩ দিন জিম্মি ছিলাম। এই ৩৩ দিনকে ৩৩ বছরের মতো মনে হয়েছে। অনেক কষ্টে আমাদের সময় কেটেছে। অস্ত্রের মুখে ঈদের নামাজ পড়েছিলাম। এখন পরিবারের সবাইকে দেখে চোখে আনন্দের অশ্রু চলে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ