স্পোর্টস ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিরে এসে মোহাম্মদ আশরাফুল ইতোমধ্যে জানান দিয়েছেন, তিনি ফুরিয়ে যান নি। তার প্রমাণস্বরূপ, গত বছর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। এবারের প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে আশরাফুলকে দলে নেয় ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
তবে এতে বাড়েনি তার পারিশ্রমিক। পারিশ্রমিক হিসেবে গত বার তার মূল্য ছিল ১৫ লাখ। এবারও ‘বি’ প্লাস ক্যাটাগরি থেকে ১৫ লাখ টাকা পারিশ্রমিকই ধরা হয়েছে তার।
এ বিষয়ে সিসিডিএম চেয়ারম্যান কাজি ইনাম বলেন, ‘কেবল রান করাই নয়, দেখা হয়েছে দলের জয়ে অবদানও। পাঁচ সেঞ্চুরি করেও তাই এই জায়গাতে বেশ পিছিয়ে আশরাফুল।’
‘গত আসরে আশরাফুল কলাবাগানের হয়ে পাঁচটি সেঞ্চুরি করলেও ওই সেঞ্চুরিগুলোর চারটিতেই হেরেছিল তার দল। রান করলেও তাই প্রিমিয়ার লিগ থেকে দলকে রেলিগেশন হওয়া বাঁচাতে পারেননি তিনি। কলাবাগান সবার নিচে থেকে নেমে গেছে প্রথম বিভাগে।’