বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু

বর্তমানকণ্ঠ ডটকম / ৬ পাঠক
শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,১৯ জানুয়ারী ২০১৮: টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ বাদ ফজর শুরু হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ ধাপ। ইতোমধ্যে দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন।

৫৩তম বিশ্ব ইজতেমার শেষ ধাপ বাদ ফজর আম বয়ানে শুরু হয়েছে। বাংলাদেশের মাওলানা ফারুক বাদ ফজর আম বয়ান করেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ জোহর বয়ান করবেন মাওলানা শেখ আহমদ মাসুদ ও বাদ আছর বয়ান করবেন মাওলানা ইউনুছ পালনপুরি। এছাড়া শুক্রবার জুমার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের মাওলানা মোহাম্মদ যোবায়ের।

শুক্রবার (১২ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে ১৪ জানুয়ারি শেষ হয়। চারদিন পর আবার শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হয়েছে দ্বিতীয় ধাপ। একইভাবে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে রবিবার (২১ জানুয়ারি) ৫৩তম বিশ্ব ইজতেমা শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ