আন্তর্জাতিক ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮: ইরানের তেহরান থেকে ইয়াসুজ শহরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার বিমানটিতে থাকা ৬৬ জনের সবাই নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিমান সংস্থার এক মুখপাত্র।
রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে মোহাম্মদ তাবাতাবাই নামের ওই মুখপাত্র বলেন, ‘ওই এলাকায় উদ্ধার অভিযান শেষে দুর্ভাগ্যজনকভাবে আমাদের জানাতে হচ্ছে যে বিমানে থাকা আমদের প্রিয় ব্যক্তিরা সবাই নিহত হয়েছে।’
এর আগে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ইয়াসুজ যাওয়ার সময় পাহাড়ি অঞ্চল সেমিরমে একটি ইরানি বিমান বিধ্বস্ত হয়েছে। তেহরান থেকে অঞ্চলটির দূরত্ব ৬২০ কিলোমিটার দক্ষিণে।
ইতিমধ্যে ওই এলাকায় কর্মী পাঠিয়েছে রেড ক্রিসেন্ট। তারা জানিয়েছে, দুর্ঘটনার সময় এলাকাটি কুয়াশাচ্ছন্ন ছিল।
প্রেস টিভির প্রতিবেদন অনুসারে, বিমানে ৬০ জন যাত্রী এবং ছয়জন পাইলট ও অন্যান্য স্টাফ ছিল।