ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম:
বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুরের মেজর এম জলিল সেতুতে প্রাইভেটকারের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্র দীপ কর্মকার নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপ উজিরপুর পৌর এলাকার গোপাল কর্মকারের ছেলে ও কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর সেতুতে ঘোরাফেরা করছিলো দীপ ও তার সহোদর পার্থ। হঠাৎ বরিশাল থেকে ঢাকাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার দীপকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দীপ গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।