বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

বর্তমানকণ্ঠ ডটকম / ৩ পাঠক
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারী ২০১৮: পাবনায় ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক গৃহবধূ। সোমবার রাতে ঈশ্বরদীর ঢালারচর এলাকায় নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রুবিয়া খাতুন (৪৫) ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।

স্বজন ও স্থানীয়রা জানান, অভাব-অনটনের সংসারে বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়েছেন তারা। এ ছাড়া নিকটাত্মীয় ও প্রতিবেশীর কাছ থেকেও টাকা ধার নিয়েছেন। এই ঋণ ও ধারের টাকা পরিশোধ করা নিয়ে কিছু দিন ধরেই তাদের পরিবারে কলহ চলছিল। এরই মধ্যে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন রুবিয়া।

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ