ডেস্ক রিপোর্ট,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭: ছবির এই ব্যক্তিদের খুঁজছে পুলিশ। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। গত ২৯ নভেম্বর বেলা সোয়া ১১টা থেকে পৌনে ১২ টার মধ্যে রাজধানীর নয়াপল্টনের একটি বাসার দরজার কড়া ভেঙে নগদ টাকাসহ মালামাল চুরি করেছে এরা।
এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। চোরদের ধরতে ও মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য ছবির এই ব্যক্তিদের খোঁজ জানতে চায় পুলিশ। যদি কেউ এদের সম্পর্কে জেনে থাকেন তাহলে পল্টন থানা অফিসার ইনচার্জের 0১৭১৩৩৭৩১৫৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।