1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

একদিন খোকা

সৈয়দ মুন্তাছির রিমন
  • প্রকাশিত : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

আকাশে কালো মেঘের খেলা
সাগরে উত্তাল জোয়ার নেশা,
তাই দেখে ভাসালে কেন ভেলা
আর কতদিন রইবে তুই বোকা?
——–খোকা
তোর কথা ভাবনায় আসে যখন
চোখের পলক দুরে হারায় তখন,
অজানা চিন্তার ভাঁজ নানা দলন
মনের ভিতর দানা বাঁধে এখন।
———খোকা
ছোট্টবেলা হারা বাবা ছিলাম যখন
মুখের ভাসন্ত চাপ লাগতো আপন,
চিলেকোঠের উল্টো নীলে পেখম
মনের ভিতর এতো আগুন জখম।
———খোকা
কিসের নেশায় কিসের আশায়
স্বপ্ন গুলো পুড়িয়ে দিয়ে কাঁদায়,
দূদিনে বদলে গিয়ে নি:স্ব বেলায়
ভ্রষ্ট মৃত্তিকায় নিজ অস্তিত্ব ডুবায়।
———খোকা
আয় ফিরে মোর অবুঝ খোকা
বুকের ভিতর আগলে স্বর্গ রাখা,
জানতে যদি চাইতে ব্যথা মাখা
চোখের জলে পুড়ানো শত বাঁধা।
———খোকা
খোকারে তোর মনন জোড়া কেমন
ক্ষমার চোখে মোদের এক-ই মিলন,
মরে গেলে কবর দিবে আমায় যখন
স্মৃতি আঁকড়ে সেতায় খুঁজবি তখন!
———-খোকা
দুনিয়ার মোহমায়া বুঝবে তুই সেদিন
নি:স্ব হয়ে ঘুরে ঘুরে ক্লান্ত হবে যেদিন,
কবরেতে বাবার দেহ আছে শতদিন
আমিও বাবার মতো হারাবো একদিন।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD