বিনোদন ডেস্ক, বর্তমানকণ্ঠ ডটকম, রবিবার, ০৪ ফেব্রুয়ারী ২০১৮: রফিক শিকদারের পরিচালনায় ‘ওপারে চন্দ্রাবতী’ নামে একটি সিনেমা নির্মাণ হতে চলেছে। এই সিনেমায় নায়কের ভূমিকায় সাইমনকে দেখা যাবে, সে কথা সবারই জানা। কিন্তু ‘চন্দ্রাবতী’ চরিত্রে কাকে দেখা যাবে তা ছিল অজানা। অবেশেষে সেই ধোঁয়াশা কেটে গেল। ‘চন্দ্রাবতী’ রূপে দেখা যাবে পরীমণিকে। সম্প্রতি ‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমণি।
পরীমণি বলেন, ছবিটির কাহিনী এবং চরিত্র আমার মনে ধরেছে। তাই অভিনয়ের সিদ্ধান্ত নিলাম এতে। বেশ কয়েকমাস ধরে অনেক ছবির প্রস্তাব পাচ্ছি। কিন্তু কোনোটাতেই সায় দেইনি। অবশেষে চন্দ্রাবতী চরিত্রটা ব্যাটে-বলে মিলে গেল। তাছাড়া নাম ভূমিকায় অভিনয়ের মজাই আলাদা।
পরীমণি আরো বলেন, আমার বিপরীতে সাইমন রয়েছে। ইতোমধ্যে তার সঙ্গে আমার রসায়নটাও পরীক্ষিত।