শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

কমলাপুর রেল স্টেশ‌নের আগুন নিয়ন্ত্রণে

বর্তমানকণ্ঠ ডটকম / ১২ পাঠক
শুক্রবার, ২৪ মে, ২০১৯

নিউজ ডেস্ক | বর্তমানকন্ঠ ডটকম:
রাজধানীর কমলাপুর রেলও‌য়ে স্টেশ‌নে আগুন লাগার ঘটনা ঘ‌টে‌ছে।
বৃহস্প‌তিবার রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সংবাদ শুনে খিলগাঁও ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এর আগে রেলও‌য়ে পু‌লিশ, নিরাপত্তাবা‌হিনী ও আনসার সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খিলগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল আলিম জানান, “কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টারের রুমে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।”

“তবে স্টেশনের লোকজন ও আমাদের এক ফায়ারম্যান সেখানে উপস্থিত থাকায় আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।”

এসময় রেলও‌য়ে নিরাপত্তাবা‌হিনী ও আনসার সদস্যরা আগুন নেভা‌তে সহ‌যোগিতা ক‌রেন।

কমলাপুর স্টেশন ম্যা‌নেজার আমিনুল হক জু‌য়েল ব‌লেন, “আগুন লাগার ১২/১৫ মি‌নি‌টের ম‌ধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধর‌নের কো‌নো ক্ষয়ক্ষ‌তি হয়‌নি। আসবাবপত্র ও কাগজপত্র পু‌ড়ে গে‌ছে।”

সূত্র জানায়, অগ্নিকাণ্ডের বিষয়‌টি তদন্তে তিন সদস্য বি‌শিষ্ট একটি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ