শাহজাহান হেলাল, বর্তমানকন্ঠ ডটকম, ফরিদপুর : করোনা ভাইরাস বিস্তারে নিন্ম আয়ের কর্মহীনদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও ফরিদপুর-১ আসনের দুইবারের সাবেক সাংসদ মোঃ আব্দুর রহমানের পক্ষ থেকে ফরিদপুরের মধুখালী উপজেলার ৫শ কর্মহীন হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আব্দুর রহমানের পক্ষে কর্মহীন ৫শ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, আলুসহ সাবান ও মাস্ক বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, কেন্দ্রীয় আ.লীগের সাবেক উপ কমিটির সদস্য মো. আশরাফুল ইসলাম জিহাদ, মো. জাহাঙ্গীর হোসেন দিপু, উপজেলা যুবলীগ নেতা হেলালউদ্দিন, আড়পাড়া ইউনিয়ন আ.লীগের সহ- সভাপতি বাবর আলী সিকদার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আ. হাই, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বাবুল মৃধা, যুবলীগ নেতা ইমরান, ছাত্রলীগ কর্মী রাজিব সাহা প্রমুখ।