1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:০৬ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

কাবুলে আত্মঘাতী হামলা: নিহত বেড়ে ৯৫

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পুলিশ চেকপয়েন্টে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে নিহতর সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এতে অন্তত ১৫৮ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনটের দিকে কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো ভবনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানে ইউরোপিয়ান ইউনিয়নের অফিসও রয়েছে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ হতাহতের এ তথ্য জানিয়েছেন।খবর- বিবিসি, রয়টার্স ও আলজাজিরার।
তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে করে এই হামলা চালায় জঙ্গিরা।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পর বিদেশি দূতাবাস ও শহরে পুলিশের সদরদপ্তরে মানুষ আশ্রয় নেয়। এসময় শহরের বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
কর্মকর্তারা বলছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে গেলো সপ্তাহে কাবুলে বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হয়।
আহমেদ নাহিদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ব্যক্তিগত কাজের জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই ছিলাম। শব্দের পর এগিয়ে গিয়ে কূটনীতিক এরিয়ায় চেকপোস্টের মাঝামাঝি এলাকায় ব্যাপক বিস্ফোরণ দেখতে পাই।
তিনি বলেন, সেখানে অনেক দেহ পড়ে আছে। সর্বত্র রক্তের দাগ। মানুষ কান্নাকাটি ও ছুটাঝুচি করছেন।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD