বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

কারও উপর আস্থা রাখতে পারছে না বিএনপি: তথ্যমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৩ পাঠক
রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯

নিউজ ডেস্ক । বর্তমানকণ্ঠ ডটকম-
বিএনপির নিজেরাই নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। তাই তারা এখন কারোর উপর আস্থা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আওয়ামী লীগ নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জনগণের সাথে বিএনপির যে দূরত্ব বেড়েছে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তা কমানো সম্ভব।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিন এর সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ, আ:লীগ নেতা এ্যাড.বলরাম পোদ্দারসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি ও অভিনেতা এ.টি.এম শামসুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ