নিউজ ডেস্ক । বর্তমানকণ্ঠ ডটকম-
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের আশরাফুল আলম আশরাফ জয়ী হয়েছেন। তিন নৌকা প্রতীকে ১১ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৯৯৬ ভোট।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করেন।
কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৩৮ হাজার ৫৮৮ জন।
প্রসঙ্গত, গত বছরের ২২ সেপ্টেম্বর এই পৌরসভা মেয়র মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে মেয়র পদটি শূন্য হয়।