ধর্ম ডেস্ক
সুনানু আবি দাউদে একটি হাদিসের আলোকে সুস্পষ্টরূপে প্রমাণিত যে, তিন শ্রেণির লোক স্বয়ং আল্লাহ তায়ালার তত্বাবধানে থাকেন তারা হলেন-
১. এমন ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হয়েছে। সে আল্লাহর তত্ত্বাবধানে থাকে তথা স্বয়ং আল্লাহ তায়লা তার সংরক্ষণভার গ্রহণ করেন।
২. এমন ব্যক্তি যে নামাজের উদ্দেশ্যে সন্ধ্যাবেলা মসজিদের দিকে বের হয়েছে। আল্লাহ তায়ালা তার সংরক্ষণভার গ্রহণ করেন।
৩. এমন ব্যক্তি যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করে। আল্লাহ তায়ালা তার সংরক্ষণ ভার গ্রহণ করেন।