আন্তর্জাতিক ডেস্ক, বর্তমানকণ্ঠ ডটকম: ক্যালিফোর্নিয়ার উত্তরে অবস্থিত একটি গ্রামের শিশুদের স্কুলের মধ্যে প্রথমে ট্রাক ও পরে বন্দুক নিয়ে হামলা চালাল এক বন্দুকবাজ। ভয়াবহ এই ঘটনায় ৫ জন নিহত হয়েছে। খবর লসএঞ্জেল টাইমস’র।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ৮টার দিকে। সেই সময় ছিল স্কুল শুরুর ব্যস্ততা। তখন ভিড়ের মধ্যে হামলা চালায় ওই বন্দুকবাজ।
খবরে বলা হয়, যে স্কুলে আক্রমণ চালানো হয়েছে সেই স্কুলের নাম রাঞ্চো তেহামা অ্যালিমেন্টারি স্কুল। সকালের দিকে স্কুল শুরুর সময়ে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের বেশ ভিড় ছিল স্কুল চত্বরে। সেই ভিড়ের মধ্যে প্রথমে ট্রাক নিয়ে হামলা চালায় আততায়ী। ট্রাকে পিষ্ঠ হয়ে মৃত্যু হয় ৩ জনের।
এই ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। প্রাণ বাঁচাতে এদিন ওদিক দৌড়াতে থাকেন অনেকে।
অনেকে জীবন রক্ষার জন্য স্কুলের মধ্যেই আশ্রয় নিয়েছিলেন। এই পরিস্থিতিতে ফের হামলা চালায় আততায়ী। ট্রাক থেকে নেমে স্কুলের ভিতরে ঢুকে যায় সে। ছুঁড়তে থাকে এলোপাথাড়ি গুলি। সেই সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আরও একজন।
এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পড়ে ওই আততায়ীকে গুলি করে হত্যা করা হয়।