নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার ২১ জুন ২০১৮: খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন জনের নাম-পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- কয়রা উপজেলার মো. সারিকুল ইসলাম (৩৫), শাহিনুর রহমান গাজী (৪০) এবং মো. মোস্তফা সরোয়ার গাজী (৩৬)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম জানান, কয়রা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী একটি বাস বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযের সামনে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত স্কেবেটরকে সাইড দিয়ে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে মারা যান বাসের ৫ যাত্রী। আহত হন আরও কমপক্ষে ২০ জন। বাসের চালক, হেলপার, সুপারভাইজার ও স্কেবেটরের চালক পালিয়ে গেছে।
দুর্ঘটনার পর আধঘণ্টা উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা উদ্ধার কাজ চালায়।