1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ পূর্বাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

খেলাফত যুব মজলিস নেত্রকোণা জেলা শাখার সন্মেলন

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ মে, ২০১৮
  • ১৬ পাঠক

শ্রীঅরবিন্দ ধর, বর্তমানকণ্ঠ ডটকম, মঙ্গলবার, ০৮ মে ২০১৮: বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে নেত্রকোনা পূর্ব মালনী মরহুম আলহাজ্ব হাফিজ উদ্দিন এগ্রো ফিসারিজ ময়দানে খেলাফত যুব মজলিস নেত্রকোণা জেলা শাখার সন্মেলন গত রবিবার বিকালে অনুষ্টিত হয়।

কোর আন ও আল্লার প্রতি আনুগত্য প্রকাশে খেলাফত নেত্রকোণা জেলা শাখা যুব মজলিসের সভাপতি মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ১ম পর্বে মাওলানা মুস্তাফিজুর রহমান এবং ২য় পর্বে মাওলানা সায়দুর রহমান আকন্দের সঞ্চালনায় কোর আন তালোয়াতের পর সন্মেলনে উদ্বোধক ছিলেন নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাঃআজিজুর রহমান,

বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত যুব মজলিস
এর কেন্দ্রীয় সভাপতি মাঃ মুহাম্মদ মামুনুল হক, বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোণা জেলাশাখার সভাপতি হযরত মাঃ জিয়া উদ্দিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি পরিষদের সদস্য মহসিন ভূঞা, মাঃ আবুল কাশেম, মাঃ আব্দুল কাইয়ুম, মাঃ নাজমূল হাসান, মাঃ দেলাওয়ার হুসাইন, মাঃ রেজাউল করিম, মাঃ তাহের কাসেমী, মাঃ সিরাজুল ইসলাম, মাঃ ক্বারী ইউনুস, ও মাঃ আসআদুর রহমান আকন্দ প্রমুখ।

এ সন্মেলনে দশটি উপজেলা থেকে খেলাফত মজলিসের শত -শত নেতা কর্মী ও সর্বমহলের জনপ্রতিনিধি, সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।

প্রধান অতিথি মামুনুল হক বক্তব্যে বলেন, জাতি -ধর্ম নির্বিশেষে অসহায় মানুষের পাশে খেলাফত মজলিস কাজ করবে -কে হিন্দু -কে মুসলিম এ ভাবনামুক্ত হয়ে জনস্বার্থে এগিয়ে যেতে হবে। যেখানে মানবাধিকার লাঞ্চিত হবে, যেখানে অন্যায় -মাদক -দুর্নীতি -ব্যাভিচার ধর্ষন – নির্যাতন সেখানেই যুব মজলিস প্রতিবাদে গর্জে উঠবে। শুধু শহর কেন্দ্রীভূত নয় গ্রামে – গ্রামে, পাড়ায় – পাড়ায় খেলাফত যুব মজলিসের কর্মীরা সোনার বাংলা গড়তে কাজ করবে।

স্বাধীতা পেয়েছি কিন্তু আজো স্বাধীনতার সার্বিক সুফল ভোগ করতে পারছে না দেশের আমজনতা। বৃটিশদের আইন বাতিল করে, আল্রাহ্ নির্দেশিত কোরআন মোতাবেক আইন প্রতিষ্ঠা করতে হবে সহজ ভাবে -তারা -তারি বিচার পাবার জন্য – এ আন্দোলনের ডাক দেয়া হবে খেলাফত মজলিসের কর্মসূচীতে। আমরা সরকার বিরোধী কোন কার্যক্রম করতে যাবনা – সন্ত্রাস -জঙ্গী কাজকর্মকে আল্লাহ্ পছন্দ করেন না।।




শেয়ার করে সাথে থাকুন-

এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD