বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

গজারিয়ায় মেঘনা নদীতে ভেসে উঠেছে নিখোঁজ ব্যক্তির লাশ

বর্তমানকণ্ঠ ডটকম / ৫ পাঠক
বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

গজারিয়া (মুন্সীগঞ্জ),বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮: মুন্সীগঞ্জের গজারিয়া মেঘনা নদী থেকে জাকির বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে গজারিয়া নৌ পুলিশ। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় মেঘনা নদীর চর ঝাপটা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার দুপুর ১২টার পর থেকেই একটি নৌ দুঘটনার কারণে তিনি নিখোঁজ ছিলেন। তখন থেকেই গজারিয়া নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও নিহতে পরিবারের লোকজন খোঁজাখুজি অব্যাহত রাখেন। আজ সকালে মরদেহটি ভেসে উঠলে নিহতে পরিবারের তথ্য অনুসারে চর ঝাপটা এলাকা থেকে জাকিরের মরদেহটি উদ্ধার করা হয়। জাকির বিশ্বাস বরগুনা জেলার সদর থানার সোনাতলা এলাকার হাসেম বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলার চরকালিপুরা এলাকার বালু মহল থেকে আনন্দ এন্টারপ্রাইজ নামে বাল্বহেডে বালু ভরাট করার সময় পেছন দিক থেকে এম.বি মোল্লাকান্দি নামক বাল্বহেডটি সজোরে ধাক্কায় নিহত ব্যক্তিসহ তিনজন নদীতে পড়ে যান। দুজন সাঁতরে উঠতে পারলেও তিনি ডুবে যান। তখন থেকেই নিখোঁজ ছিলেন তিনি বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ