চট্টগ্রাম | বর্তমানকণ্ঠ ডটকম-
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ফরেস্ট চেক স্টেশনে ১০ লক্ষাধিক টাকা মুল্যের অবৈধ সেগুন কাঠ বোঝাই একটি কাভার্টভ্যান আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোররাতে ফৌজদারহাট চেক স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করা হয়।
স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ভোররাতের দিকে ঢাকা মেট্রো-ন- ১১-০১৩২ নম্বরের একটি কাভার্টভ্যান ফৌজদারহাট চেক স্টেশন অতিক্রম করার সময় মাদামবিবির হাট নামক এলাকায় কাভার্টভ্যানটি আটক করে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে কাভার্টভ্যানের ভিতর তল্লাশি চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা মুল্যের অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়।
এই ঘটনায় অবৈধ কাঠসহ কাভার্টভ্যানটি আটক করে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম।