নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম,২৩ মার্চ ২০১৮:
নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বৈমানিক আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগে তার অবস্থা দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছিল। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ছয় দিন ধরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম আফসানার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
গত ১২ মার্চ নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আরোহী ৭১ জনের মধ্যে ৫১ জন নিহত হয়। নিহতদের মধ্যে বৈমানিক আবিদও রয়েছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী আফসানা অসুস্থ হয়ে পড়েন।