শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

চাঁদপুরে প্রধানমন্ত্রী: দেশের নেতৃত্বে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
রবিবার, ১ এপ্রিল, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ০১ এপ্রিল ২০১৮: আগামীতে দেশের নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের মধ্যে জনসেবার অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

রোববার দুপুরে চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

রোভার স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, আগামীতে তোমরাই জাতির নেতৃত্ব দেবে। তাই তোমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে, মানবিক মূল্যবোধ থাকতে হবে। আমি আশা করি, তোমরা সেভাবে নিজেদের গড়ে তুলবে।

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূল করতে স্কাউটসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে চাঁদপুর পৌঁছান। হেলিকপ্টারে হাইমচর উপজেলায় পৌঁছে চরভাঙ্গায় ষষ্ঠ কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

বেলা ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

জনসভায় যোগ দেয়ার আগে স্টেডিয়ামেই জেলার ৪৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ