সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

চিলিতে ভূমিধসে নিহত ৫

বর্তমানকণ্ঠ ডটকম / ১৮ পাঠক
রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭ : চিলির দক্ষিণাঞ্চলে ভূমিধসে অন্তত পাঁচজন নিহত ও ১৫ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া বহু বাড়িঘর মাটির নিচে চাপা পড়েছে। শনিবার ভোরে দেশটির প্রত্যন্ত গ্রাম ভিলা সান্তা লুসিয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, টানা ভারী বর্ষণে ভূমিধসের পর ওই এলাকায় অবস্থানরত কয়েক হাজার মানুষ আটকা পড়েছেন। আটকাপড়া লোকজনকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চলছে। বিদ্যুৎ না থাকায় পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাটি। নিহতদের মধ্যে চারজন চিলির নাগরিক ও একজন পর্যটক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন চিলির প্রেসিডেন্ট মিশেল বাশেলেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ