ঝালকাঠির রাজাপুরে টাকা না দেয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালি গ্রামে এ ঘটনা ঘটে। নহত কাজী দেলোয়ার হোসেন (৪৫) শুক্রবার রাত আড়াইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনার পর থেকেই ছেলে হৃদয় (১৯) পলাতক রয়েছে।
স্বজনদের বর্ননা অনুযাই পুলিশ জানায়, বখাটে ছেলে হৃদয় প্রায়ই টাকার জন্য বাবা-মায়ের সাথে ঝগড়া করত। শুক্রবার রাত ৮টার দিকে টাকা চাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় হৃদয় তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহতাবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ঘাতক ছেলে হৃদয়কে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।