বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

জাল ভোট হলেই চাকুরিচ্যুত : ইসি হাবিব

বর্তমানকণ্ঠ ডটকম / ১৩ পাঠক
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, আমাদের নির্বাচন কমিশন এ নিয়ে প্রায় ১৩’শ নির্বাচন করেছে, আসছে জাতীয় নির্বাচন হবে একশভাগ ফ্রি-ফেয়ার। যদি একটিও জাল ভোট পড়ে তাহলে চাকুরিচ্যুত হবেন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইটিং অফিসার, পোলিং অফিসারসহ সকল সরকারি কর্মকর্তারা। সেই সাথে ঐ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার রিটানিং অফিসার, সহকারী রিটানিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলার তিনটি আসনের সকল প্রার্থীদের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে নিয়ে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রার্থীরা ইসি আহসান হাবিবের কাছে নির্বাচনি বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন ইসি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইসি হাবিব বলেন, আমাদের নির্বাচন কমিশন এ নিয়ে প্রায় ১৩’শ নির্বাচন করেছে, আসছে জাতীয় নির্বাচন হবে একশভাগ ফ্রি-ফেয়ার। যদি একটিও জাল ভোট পড়ে তাহলে চাকুরিচ্যুত হবেন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইটিং অফিসার, পোলিং অফিসারসহ সকল সরকারি কর্মকর্তারা। সেই সাথে ঐ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকবে।

এসময় ইসির সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানসহ জেলার নির্বাচনি কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ