1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:১২ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

জীবন পাল্টাতে ১০ স্বাস্থ্যকর অভ্যাস

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,১৯ জানুয়ারী ২০১৮: বছর জুড়ে সুস্থ জীবনের জন্য চাইলেই আপনি কয়েকটি অভ্যাস রপ্ত করে নিতে পারেন। এই অভ্যাসগুলো চর্চা করলে আপনার জীবন হয়ে উঠবে সুন্দর, স্বাস্থ্যকর ও গতিময়। কমে যাবে জটিল রোগের ঝুঁকি। চলুন জেনে নেই স্বাস্থ্যকর ১০টি অভ্যাস:

১. খাদ্যাভ্যাসে সংযত হোন, ওজন কমান। জীবন হবে গতিময়। মনে রাখবেন শুধুমাত্র ওজন কমিয়েই আপনি নিশ্চিন্তে বেশ কিছু জটিল রোগের প্রকোপ থেকে বেঁচে থাকতে পারেন।

২. মনে রাখবেন, ধূমপান মৃত্যুর কারণ। এই বছরে প্রতিদিন একটু একটু করে ধূমপান পরিত্যাগ করুন। ধূমপান ত্যাগ করতে আপনার সিদ্ধান্তই যথেষ্ট।

৩. রাতে ঠিকমত ঘুম না হলে মানসিক চাপ বাড়ে। দিনের বেলায় কাজকর্মে গতি পাওয়া যায় না। বরং এক ধরনের নির্লিপ্ততা কাজ করে। মানসিক সুস্থতা ও কর্মক্ষমতা অটুট রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং অন্ততপক্ষে ছয় থেকে আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

৪. ভোরবেলা ঘুম থেকে উঠুন, প্রার্থনা করুন এবং কিছুক্ষণ হাঁটার অভ্যাস করুন। এই অভ্যাসগুলো আপনার জীবনধারাকেই বদলে দিবে।

৫. নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন ব্যায়াম করার দরকার নেই। সপ্তাহে তিনদিন বা চারদিন নির্দিষ্ট সময় ধরে ব্যায়াম করুন।

৬. বই হোক আপনার নতুন বছরের সঙ্গী। রাতে ঘুমানোর আগে দশ মিনিট বই পড়ুন। এতে ঘুম ভালো হবে, সচল থাকবে আপনার মস্তিষ্ক।

৭. আধুনিক জীবনের কর্মব্যস্ততার কারণে অনেকেই হয়ত পরিবারকে ঠিকমত সময় দিতে পারেন না। জীবন হয়ে উঠে একঘেঁয়ে ও যান্ত্রিক। এগুলো থেকে মুক্তি পেতে পরিবার-পরিজন নিয়ে দূরে কোথাও বেড়িয়ে আসতে পারেন। সারা বছরের কর্মচাঞ্চল্য সঞ্চয় হবার পাশাপাশি পারিবারিক বন্ধনও দৃঢ় হবে এতে।

৮. কম্পিউটার ও স্মার্ট ফোনের ব্যবহার কমিয়ে আনুন। যান্ত্রিক ব্যস্ততা এড়িয়ে একান্ত কিছু সময় নিজের জন্য রাখুন। নিজের মত করে কিছু সময় উপভোগ করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে।

৯. সব সময় পানির বোতল সাথে রাখুন। সুস্থ থাকতে প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন।

১০. সর্বোপরি হাসুন, ভালোবাসুন ও খোশগল্পে মেতে উঠুন। দূর করুন একাকীত্ব, ক্লান্তি, ডিপ্রেশন।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD