নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী ২০১৮: চট্টগ্রাম টেস্টের আগে যাকে হুট করে দলে নেয়া এবং পরে একাদশে না রাখা নিয়ে আলোচনা হয়েছিল তুমুল। সেই বাঁহতি স্পিনার আব্দুর রাজ্জাক অবশেষে জায়গা পেলেন ঢাকা টেস্টের একাদশে।
বাংলাদেশের একাদশে পরিবর্তন আছে আরও একটি। মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে একাদশে ফিরলেন সাব্বির রহমান রুম্মান।
সবশেষ টেস্ট খেলার ঠিক চার বছর চারদিন পর আবার সাদা পোশাকে বাংলাদেশের হয়ে খেলতে নামছেন রাজ্জাক। ক্যারিয়ারের ১২ টেস্টের সবশেষটি খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষেই ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া চট্টগ্রাম টেস্টে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আবদুর রাজ্জাক।