খেলাধুলা ডেস্ক । বর্তমানকণ্ঠ ডটকম:
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে দুর্দান্ত সময় পার করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে অনববদ্য রোনালদোর মাঠের বাইরের কর্মকাণ্ডের বিতর্ক পিছু ছাড়ছে না।
মার্কিন মডেল ও শিক্ষক ক্যাথরিন মায়রগাকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে রোনালদোর বিরুদ্ধে তা যেন তাকে ছাড়ছেই না। তিনি ভুলে যেতে চাইলেও বার বার সামনে চলে আসছে বিষয়টি। ক্যাথরিন মায়রগা দাবি করেছিলে, ২০০৯ সালে লাস ভেগাসে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন রোনালদো।
রোনালদো তাঁর বিরুদ্ধে করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এ অভিযোগ থেকে মুক্তি পেতে নিয়োগ দিয়েছেন আইনজীবীও। এবার রোনালদো ধর্ষণকাণ্ডে মুখ খুললেন রোনালদোর মা ডোলোরেস অ্যাভিয়েরো। ছেলের পক্ষই নিয়েছেন এ রত্নগর্ভা।
রোনালদোর মা তার নিজের ওয়াইন ও তেলের ব্র্যান্ডের প্রদর্শনী অনুষ্ঠানে উল্টো ক্যাথরিনকে দায়ী করে রোনালদোর মা বলেন, ‘আমি নিশ্চিত এখন যেসব নাটক করা হচ্ছে তাতে আমার ছেলের কোনো দোষ নেই। সে (ক্যাথরিন) নিশ্চয়ই রোনালদোর সঙ্গে হোটেলে তাস খেলতে যায়নি? নিশ্চয়ই কিছু করার উদ্দেশ্যেই গিয়েছিল।’
ক্যাথরিন মায়রগাম রোনালদোর মায়ের এমন মন্তব্যের বিপরীতে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি।