মোঃ নাহিদ মিয়া,বর্তমানকণ্ঠ ডটকম, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮ : ঢাকার ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়নের কাওলিপাড়ায় অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ । নয়ারহাট শাখার সড়ক ও জনপদের তথ্যনুসারে ১৩ই ফেব্রুয়ারী সকাল ১১ টায় নয়ারহাট শাখার উপবিভাগীয় প্রকৌশলী আতিকুল্লাহ ভূইয়ার নেত্বিতে ধামরাই কমিটি নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সহযোগিতায় এ অভিযান চালানো হয় ।
এসময় কাওলিপাড়া বাজার সহ প্রায় ৪ কিলোমিটার রাস্তার সাথে কাচাপাকা ২০০ টি অবৈধ দোকান স্থাপনা উচ্ছেদ করা হয় । প্রকৌশলী আতিকুল্লাহ ভূইয়া বলেন ” উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই কাজে সড়ক ও জনপদ বিভাগের সাথে প্রধান ভুমিকায় কাজ করে যাচ্ছেন নিরাপদ সড়ক চাই এর স্থায়ী কমিটি। তাই সরকারি কাজে সহযোগীতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি পুরো টিম কে।
উপসহকারি প্রকৌশলী বদরুজ্জামান বলেন, “উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়” ।
এসময় সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ,পুলিশ প্রশাসন ও নিরাপদ সড়ক চাই এর কর্মীরা উপস্থিত ছিলেন।