নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, বৃহস্পতিবার, ০৭ জুন ২০১৮: নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় হুমায়ন কবীর (২৭) নামে এক কারারক্ষী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সুতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, ‘বিকেলে মোটরসাইকেল যোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন হুমায়ন। এ সময় নওগাঁমুখী একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হুমায়ন।’ ঘাতক বাসটিকে ধরতে চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এ বিষয়ে নওগাঁ কারাগারের সুপার শাহ্ আলম জানান, ‘হুমায়ন কবীর নওগাঁ কারাগারের রক্ষী ছিলেন। আজ বদলী হয়ে রাজশাহী কারাগারে যোগদান করার কথা ছিল। সকালে পরিবারকে পাঠিয়ে দিয়ে, বিকেলে তিনি মোটরসাইলে যোগে রাজশাহী যাচ্ছিলেন।’
নিহত হুমায়ন রাজশাহী জেলায় দূর্গাপুর মহল্লার আকবর আলীর ছেলে।