শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

নতুন রেকর্ড সৃষ্টি করলেন মুশফিক

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশী খেলোয়াড় হিসেবে দুইটি ডাবল সেঞ্চুরি করে নতুন রেকর্ড সৃষ্টি করলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। একই সঙ্গে লংগার ভার্সনে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও গড়েছেন এ তারকা ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ঢাকা টেস্টের দ্বিতীয় দিন আজ রেকর্ড গড়লেন মুশফিক।

২০১৩ সালে শ্রীলংকা সফরে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেন তিনি। চলতি টেস্টে গতকাল ১১১ রানে অপরাজিত থাকার পর আজ দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে ২১৯ রানে অপরাজিত থাকেন মুশফিক।

গতকাল ক্রিজে নেমে ৫৮৯ মিনিট স্থায়ী ইনিংসে ১৬ বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০৭ বল মোকাবেলায় নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মুশি। শেষ পর্যন্ত ৪২১ বল মোকাবেলায় ১৮ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারির সাহায্যে ২১৯ রানে অপরাজিত থাকেন তিনি। অসাধারণ এ ইনিংসের মাধ্যমে অধিনায়ক সাকিব আল হাসানের সর্বোচ্চ রানের রেকর্ডটি ভেঙ্গে ফেললেন তিনি।

এর আগে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাকিব। গত বছর নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে ২১৭ রানের ইনিংসটি খেলেন সাকিব।

জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ এ ইনিংসের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দু’টি ডাবল গেঞ্চুরিরও রেকর্ড গড়লেন মুশফিক। লংগার ভার্সনে এমন কৃতিত্ব এখন পর্যন্ত কোন ব্যাটসম্যান গড়তে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ