নিজস্ব প্রতিনিধি: নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৪ দালালকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান এ অভিযান পরিচালনা করেন।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় চার দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার আব্দুল মিয়ার ছেলে নজরুল ইসলাম, একই এলাকার সোনা মিয়ার ছেলে রিয়াজুল, রাঙ্গামাটি এলাকার আব্দুল খালেকের ছেলে আমীর বাদশা ও ভাগদী এলাকার আব্দুল হক খন্দকারের ছেলে মাঈন উদ্দিন।
এছাড়া, পাসপোর্ট অফিসের কর্মচারী পুনম চন্দ্র দাস কর্তৃক দালালদের সহায়তা করার দায়ে কারন দর্শানোর জন্য পাসপোর্ট কর্মকর্তা পরিচালক মানিক চন্দ্র দেবনাকে নির্দেশনা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহরুখ খান। অভিযান কালে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মানিক চন্দ্র দেবনাথ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।